৫ম স্থানে থেকে এসএ গেমস শেষ করলো বাংলাদেশ

0
597
৫ম স্থানে থেকে এসএ গেমস শেষ করলো বাংলাদেশ

খবর৭১ঃ পদক তালিকার পঞ্চম স্থানে থেকে ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমস শেষ করলো বাংলাদেশ। সাত জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ঝুলিতে পুরেছে ১৪২টি পদক। এদের মধ্যে রয়েছে ১৯টি স্বর্ণ, ৩৩টি রৌপ্য ও ৯০ টি ব্রোঞ্জ।

চলতি মাসের ১ ডিসেম্বর নেপালে এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের ১৩তম আসর শুরু হয়। বাংলাদেশ মোট ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেয় । বাংলাদেশের পক্ষ থেকে ৬২১ জন অ্যাথলেট এবারের আসরে অংশ নেয়।

এবারের আসরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন আরচারি ইভেন্টে। মোট ১০টির মধ্যে ১০টিতেই স্বর্ণপদক জিতে অনন্য এক রেকর্ড গড়েন বাংলাদেশের আরচাররা। এছাড়া পুরুষ ক্রিকেট, নারী ক্রিকেট, মেয়েদের ফেন্সিং, পুরুষ ভারোত্তোলন, নারী ভারোত্তোলন, তায়কোয়োন্দো থেকে একটি করে সোনা জিতে বাংলাদেশ। তাছাড়া কারাতে থেকে তিনটি সোনা জিতে বাংলাদেশ।

পদক তালিকায় প্রথম স্থান অর্জন করেছে ভারত। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছে। পদক তালিকার শেষে রয়েছে ভুটান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here