আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সৈয়দপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
584
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সৈয়দপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুরঃ নীলফামারীর সৈয়দপুরে নানা আয়োজনে আজ সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা করা হয়। “আমরা দুর্নীতি বিরুদ্ধে একতাবদ্ধ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে সকালে ওই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, মুক্তিযোদ্ধা,রাজনীতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, সততা সংঘের সদস্য, বিএনসিসি’র সদস্যসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য বলেন সাধারন সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।

এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নাসিম আহমেদ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ ও সদস্য কামরুন নাহার ইরা, মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু প্রমূখ।

সভাটি উপস্থাপনা করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যক্ষ মো. ফারুক আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here