শৈলকুপায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত

0
518
শৈলকুপায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় নুরালী(৬০) নামের এক স্যান্ডেল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল আটটার দিকে পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের ব্রীজ সংলগ্ন এ দুর্ঘটনায় ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত ওলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল আটটার দিকে ব্যবসার উদ্দেশ্যে ভ্যানযোগে শৈলকুপা বাজারে আসছিলেন নুরালী। উত্তরপাড়া ব্রিজ সংলগ্ন পৌছালে অপরদিক থেকে আসা ট্রাক দেখে ভ্যানটি গতিরোধ করতে গেলে পেছনে থাকা অপর ভ্যানের ধাক্কায় নুরালী ভ্যান থেকে ছিটকে পড়ে এবং ট্রাকের সামনে গিয়ে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here