ছাতকে বিলে মাছ ধরা নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ আহত অন্তত ৩০

0
615
ছাতকে বিলে মাছ ধরা নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ আহত অন্তত ৩০

খবর৭১ঃ

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ ছাতকের পল্লীতে বিল শুকিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত শামছুল হক(২৮)কে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে। গতকাল রোববার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের জানিয়ার হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের শেওতরচর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র লিলু মিয়া ও শাহারচর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আব্দুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে জানিয়ার হাওরে পাম্প দিয়ে পানি শুকিয়ে মাছ শিকারের চেষ্টা করে আব্দুল হক। বিল শুকিয়ে গেলে এ হাওরের বোরো ফসল চাষে পানি সেচের সংকট হবে মনে করে কৃষকদের পক্ষে বাঁধা দেয় লিলু মিয়া। এ নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে বিকেলে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়। সংঘর্ষে আহত লিলু মিয়া(৪৫), জুনাব আলী(৫৫), আল আমিন(২২), নজরুল ইসলাম(৪০), আলী এমরান(২০), আব্দুল জলিল(৩৫), তাজ উদ্দিন(২২), ফয়াজ আলী(৩৭), আক্কল আলী(৩৫), মনির উদ্দিন(৩৫)সহ অন্যান্যদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here