খবর৭১ঃ রোবটের ধাতব শরীরটা এবার মানুষের মতোই অনুভূতিতে ভরিয়ে দিতে চাইছেন বিজ্ঞানীরা। এ রোবটের শরীরে থাকবে মানুষের মতোই চামড়া।
তাতে ব্যথা-বেদনা-ভালোবাসা। অর্থাৎ সব অনুভূতিই থাকবে ষোলো আনা। এটাকে জড়িয়ে ধরলে লজ্জা পেয়ে ভালোবাসা জানাবে। ঠাণ্ডা-গরম, হাসি-কান্না আদ্যোপান্ত মানুষের মতোই ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতি থাকবে।
বিশ্বের প্রথম এমন মানবিক রোবট তৈরি করতে চলেছেন মিউনিখ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স তাদের রিপোর্টে জানিয়েছে, এমন কৃত্রিম চামড়া তৈরি করেছেন বিজ্ঞানীরা, যার মধ্যে থাকবে মানুষের ত্বকের মতোই সেন্সর।
ছোট ছোট কৃত্রিম কোষ দিয়ে তৈরি হয়েছে সেই বিশেষ চামড়া। অনুভূতি আদান-প্রদানের জন্য তার মধ্যে থাকবে কৃত্রিম স্নায়ুতন্ত্র। কোষের মাধ্যমে বার্তা চলে যাবে মস্তিষ্কে।