সংসদীয় কমিটির বৈঠক বাতিল

0
597
সংসদীয় কমিটির বৈঠক বাতিল

খবর৭১ঃ
কোরাম সংকটের কারণে একটি সংসদীয় কমিটির বৈঠক বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির নবম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী সদস্যদের এক-তৃতীয়াংশ উপস্থিত না থাকায় কমিটির বৈঠকটি বাতিল করা হয়।

জানা গেছে, বেলা ১১টায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও দুপুর ১টা পর্যন্ত কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এবং সদস্য শনবম জাহান ছাড়া আর কেউ উপস্থিত হননি। ১০ সদস্যবিশিষ্ট এই কমিটির মধ্যে মাত্র দুজন উপস্থিত হওয়ায় বৈঠকটি বাতিল হয়ে যায়।

এ বিষয়ে কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, ‘কমিটির কোনো কোনো সদস্য দেশের বাইরে, কেউ অসুস্থ এবং কেউ সকালে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ কারণে তারা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হতে পারেননি। এজন্য বৈঠকটি স্থগিত করা হয়েছে। সবার সঙ্গে কথা বলে পরে বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here