যুদ্ধবিধ্বস্ত ইদলিবে ঘুমন্ত গ্রামবাসীর ওপর বিমান হামলা রাশিয়ার

0
605
যুদ্ধবিধ্বস্ত ইদলিবে ঘুমন্ত গ্রামবাসীর ওপর বিমান হামলা রাশিয়ার

খবর৭১ঃ সিরিয়ার উত্তর-পশ্চিম ইদলিব প্রদেশের কয়েকটি গ্রামে ঘুমন্ত গ্রামবাসীর ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এসময় দু’জন বেসামিরক লোক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে প্রদেশটির কাফর নাবল ও কাফার রোমাসহ কয়েকটি গ্রামে হামলা চালায় রাশিয়ার যুদ্ধবিমান।

এছাড়াও সরকারি যুদ্ধবিমান কাফর নাবলের আল-রাওদা নারী ও শিশু হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছিল, ফলে হাসপাতালটি অকার্যকর হয়ে পড়ে।

ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করতে সেখানে সরকারি ও মিত্র বাহিনীর সেনারা অভিযান চালাচ্ছে। তবে আমেরিকা ইদলিবে অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে।

গত অক্টোবর থেকে যুদ্ধবিধ্বস্ত ইদলিব প্রদেশে সরকারি শাসক, রাশিয়া ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত শতাধিক বেসামরিক নাগরিক মারা গেছে।

এ ছাড়া ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অসংখ্য মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here