সকলে ঐক্যবদ্ধভাবে যশোর জেলা আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন সফল করব…..শেখ আফিল উদ্দিন এমপি

0
1269
সকলে ঐক্যবদ্ধভাবে যশোর জেলা আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন সফল করব.....শেখ আফিল উদ্দিন এমপি

খবর৭১ঃ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ যশোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে শার্শায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকেলে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভা’র সভাপতিত্ব করেন অত্র উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ আফিল উদ্দিন এমপি বলেন, দীর্ঘ ৫ বছর পর বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সম্মেলনে ব্যাপক মানুষের সমাগম হবে। এবারের সম্মেলন হবে আওয়ামীলীগের ঐতিহাসিক মিলন মেলা। এ সম্মেলনে ৪৫৫ জন কাউন্সিলর থাকছেন। তারমধ্যে শার্শায় রয়েছেন ৩৫ জন কাউন্সিলর। তাই, যেকোন মূল্যে হোকনা কেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যশোর জেলা আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক সম্মেলন সফল করব।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাওছার আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আযাদ, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, সাধারণ সম্পাদক সাহেব আলী, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসেন আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here