খবর৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। রোববার সন্ধ্যা ৭টার দিকে তারা গণভবনে যান।
সূত্র জানায়, পরশ ও নিখিলসহ যুবলীগের আট সদস্যের প্রতিনিধি দলটি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, সদস্য সচিব ও সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা।
এর আগে সকালে ধানমণ্ডিতেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত নেতারা। পরে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত পঁচাত্তরের ১৫ আগস্ট নিহতদের স্মরণে ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন তারা।