স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ প্রশ্নে হাইকোর্ট রুল

0
607
স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণ প্রশ্নে হাইকোর্ট রুল

সারাদেশের জেলা-উপজেলায় স্বতন্ত্র পরীক্ষার হল নির্মাণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, গণপূর্ত সচিব ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী সর্দার জাকির হোসেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কারণে জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের অনেক সময় বন্ধ থাকে। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গত আগস্টে হাইকোর্টে এ রিটটি দায়ের করা হয়। আদালত আজ শুনানি নিয়ে রুল জারি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here