সরকার তাদের পতন ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

0
526
সরকার তাদের পতন ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

খবর৭১ঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে বর্তমান সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে তাতে দলের নেতাকর্মীরা কেউ বিপর্যস্ত হবে না। বরং বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর চলমান নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠবে।

তিনি বলেন, সরকার অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চারদিকে ব্যর্থতা ছাড়া এই সরকারের অর্জন কিছুই নেই।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিবৃতিকে বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় শনিবার আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মূলতঃ দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার নেতৃবৃন্দের মূলোৎপাটন ঘটাতেই সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে, জুলুম চালাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, চাল-ডাল-লবণ-পেঁয়াজের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধিতে এখন চারদিকে শুধু হাহাহার শুরু হয়েছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়ত আমাদের সার্বভৌমত্ব দুর্বল হচ্ছে, আমাদের স্বাধীন অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। এ জন্যই প্রতিবাদী জনগণকে নিষ্ঠুরভাবে দমন করতেই মিথ্যা-মামলা, গ্রেফতার ও নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের ওপর দমননীতি চালিয়ে যাচ্ছে। কিন্তু এ ধরনের অপকর্ম করে সরকার তাদের পতন ঠেকাতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here