শেখ হাসিনা সরকার ছাতক-দোয়ারার ৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করেছে

0
633
শেখ হাসিনা সরকার ছাতক-দোয়ারার ৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করেছে

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ

ছাতকে নতুন এমপিওভুক্ত নয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তি শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরেই অগ্রসর হচ্ছেন তারই সুযোগ্য কন্যা মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা। ইসলামের খেদমতে বঙ্গবন্ধু যেভাবে টঙ্গিতে বিশ্ব ইছতেমার আয়োজন ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছেন, একই পথ অনুসরণ করে তারই যোগ্য উত্তসুরি প্রধান মন্ত্রী শেখ হাসিনাও ইসলাম শিক্ষার প্রসার ও উন্নয়নে এক এক করে যোগপযোগী উদ্যোগ গ্রহন করে মুসলিম বিশ্বে প্রসংশিত হয়েছেন। তিনি বলেন, ইসলাম ভিরু শেখ হাসিনা ও তার সরকারের বদন্যতায় ইসলাম শিক্ষকাকে সরকারীভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ছাতক-দোয়ারার ৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়েছে। এর আগে কওমী মাদ্রাসা দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান মর্যাদা দিয়ে মাদ্রাসা শিক্ষাকে সাধারন শিক্ষার কাতরে এনে দাঁড় করিয়েছে এ সরকার। সরকাররে এ মহান উদ্যোগকে স্বাগতে জানিয়ে মাদ্রাসার হাজার-হাজার শিক্ষক-শিক্ষার্থী আনন্দ মিছিল করছে। ভবিষ্যতেও দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ইসলামের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে সরকার।

বৃহস্পতিবার সকালে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ মিছিল পরবর্তি জালালিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজল হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, বাবুল রায়, সাব্বির আহমদ, রফিকুল ইসলাম কিরন। বক্তব্য রাখেন, মাওলানা আলী আসগর খান, মাওলানা আব্দুস ছালাম, হাজী ইসহাক আলী, মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা আব্দুল কাউয়ুম, মাওলানা কামরুজ্জামান, মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা সিরাজুল হক, মাওলানা শামসুল কবির মিসবাহ, মাওলানা জহুর আলী, মাওলানা ছাদিকুর রহমান, মানিক মিয়া, মাওলানা এ জেড এ নোমান, মাওলানা কবির আহমদ লতিফী, হাফিজ আব্দুল গাফফার আল হাসান, সাইফুল ইসলাম, নজমুল হক, হাফিজ আব্দুল মুক্তাদির, মাওলানা আব্দুল হামিদ, তোফায়েল আহমদ মিনার প্রমুখ। এসময় নতুন এমপিওভুক্ত উপজেলার জালালিয়া আলিম মাদ্রাসা, কালারুকা লতিফিয়া দাখিল মাদ্রাসা, শাহ সুফি মোজাম্মিল আলী (রঃ) দাখিল মাদ্রাসা, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা, গাবুরগাওঁ দাখিল মাদ্রাসা, রাধানগর দাখিল মাদ্রাসা, বন্দেরগাওঁ দাখিল মাদ্রাসা, বনগাওঁ দাখিল মাদ্রাসা দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ছাতক-দোয়ারার নয়টি মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here