খবর৭১ঃ
শেখ কাজিম উদ্দিন, বেনাপোলঃ বেনাপোলে বিজিবি-বিএসএফ’র উচ্চ পদস্থ্য কর্মকর্তাদের সমন্বয়ে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। বুধবার বেলা ১২টার সময় বেনাপোল সদর কোম্পানী ক্যাম্পে অনানুষ্ঠানিকভাবে এ বৈঠক হয়।
উক্ত বৈঠকের পূর্বে বিএসএফ’র প্রতিনিধি দল বাংলাদেশ পৌছালে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদাণসহ বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক মোঃ জালাল গনি খান বিএসএফ’র আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। এ বিষয়ে ৪৯বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (অপারেশন) আহমেদ জুনাইদ আলম খান জানান, উক্ত বৈঠকে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহলসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনায় হয়। বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক মোঃ জালাল গনি খান(এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন) যশোর’র নেতৃত্বে ৬ সদস্যের এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজিবি’র দক্ষিণ-পশ্চিম রিজিয়ন’র আওতাধীন খুলনা ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ কর্মকর্তাবৃন্দ।
অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার’র আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া(আইপিএস)’র নেতৃত্বে ৫ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোলকাতা ও কৃষ্ণনগর বিএসএফ সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ কর্মকর্তাবৃন্দ।