ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আনন্দ মিছিল

0
1494
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আনন্দ মিছিল
পবিত্র ঈদে- মিলাদুন্নবী( দঃ) উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুরে আন্জুমানে গাউসিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামা'আতের যৌথ আয়োজনে শুভেচ্ছা মিছিল বের করা হয়। ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ পবিত্র রবিউল আউয়াল মাসের চাদঁ দেখার সাথে সাথে নবী প্রেমীদের মাঝে উৎসাহ উদ্দিপনা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর আন্জুমানে গাউসিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের যৌথ আয়োজনে ওই মিছিল বের করা হয়।

শহরের মুন্সিপাড়া খানকাহ আশরাফিয়া জান্নাতুল নাঈম হতে বের হওয়া ঈদে-মিলাদুন্নবী পালন উপলক্ষে আনন্দ মিছিলে শহরের বিভিন্ন বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনসহ বিভিন্ন মসজিদের হাজারো মুসল্লী অংশ নেন। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন কালে নুর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আজ মোদের খুশীর দিন-বিশ্বনবীর জন্মদিন সব ঈদের সেরা ঈদ-ঈদে মিলাদুন্নবী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। মিছিল শেষে মুন্সিপাড়াস্থ খানকাহ আশরাফিয়া জান্নাতুল নাঈমে পবিত্র ঈদে- মিলাদুন্নবী(দঃ) বিষয় শীর্ষক আলোচনায় বক্তব্য বলেন মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী, মাওলানা রিজওয়ান আল কাদরী, আহলে সুন্নাত ওয়াল জামা ‘আত সৈয়দপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ আযম প্রমুখ। এদিকে পবিত্র ঈদে- মিলাদুন্নবী (দঃ) পালনে সৈয়দপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্যরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শহরের ব্যবসা প্রতিষ্ঠান,ধর্মীয় সংগঠনগুলোসহ বাসাবাড়িতে ধর্মীয় পতাকা শোভা পাচ্ছে। রবিউল আউয়াল মাস উপলক্ষে গোটা শহরে শুরু হয়েছে মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ কোরআনখানি,ফাতেহা পাঠসহ অন্যান্য অনুষ্ঠান। এছাড়া চলছে উত্তরাঞ্চলের বৃহৎ জশনে জুলুছের আয়োজন।

প্রসঙ্গত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে সৈয়দপুরে ঈদে-মিলাদুন্নবী পালনের প্রস্তুতি নেয় ধর্মপ্রাণ মানুষজন। বিভিন্ন পাড়া মহল্লাসহ সর্বত্র চলে ঈদে- মিলাদুন্নবী পালনে উৎসবের আমেজ। শেষে ১২ রবিউল আউয়াল পবিত্র মিলাদুন্নবীর দিন জশনে জুলুছ বের করা হয়। এবারও শহরের রেলওয়ে মাঠ হতে উত্তরাঞ্চলের বৃহৎ জশনে জুলুছটি বের করা হবে আগামি ১০ অক্টোবর। এতে ধর্মীয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ অংশ নিয়ে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here