খবর৭১ঃ
রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের জেলার সেরা তদন্ত অফিসার হিসেবে এসআই বীরঙ্গ চন্দ্র মন্ডল ও সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলে সেরা এএসআই এর পুরস্কার পেয়েছেন শাহজাদপুর থানার এএসআই মোঃ জসিম উদ্দিন।
আজ সোমবার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কল্যাণ সভায় শাহজাদপুর থানার এই দুই পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ অবদানের পুরস্কার পেয়েছেন। তদন্ত কর্মকর্তা হিসেবে বীরঙ্গ চন্দ্র মন্ডল এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল এএসআই হিসেবে মোঃ জসিম উদ্দিনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এসময় তাদের দুজনকেই জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন ফাহমিদা হক শেলী অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল), অতিরিক্ত পুলিশ (বেলকুচি সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান সহ সিরাজগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।