খবর৭১ঃ
হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ হারুন সাই ও প্রেসক্লাবে সাংস্কৃতি নাট্য সংগঠক অনলাইন নিউজ পোর্টাল করাঙ্গীনিউজ এর বার্তা সম্পাদক কামরুল হাসানের পিতা অবসরপ্রাপ্ত টিএন্ডটির উপ পরিদর্শক আব্দুর নূর (১১০) আর নেই।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ী শায়েস্তাগঞ্জের কুতুবের চক (মুন্সিবাড়ী) গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৪ মেয়ে, নাতী-নাতনি সহ অসংখ্য আত্নীয় সস্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব শায়েস্তাগঞ্জ কুতুবের চক ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারন সম্পাদক মঈনুল হাসান রতন, সহসভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুমন, নিবাহী সদস্য এড. হুমায়ুন কবির সৈকত, আজিজুর রহমান ছয়ফুর, ফজলুল হক চৌধুরী সেলিম, মহিবুর রহমান.রামেন্দ্র কিশোর মিএ প্রমুখ।