মুরাদনগরে ১২ দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

0
446
মুরাদনগরে ১২ দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ
ছবিঃ মোঃ রাসেল মিয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি।

খবর৭১ঃ

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে কবির হোসেন (১৪) নামের এক মাদ্রাসার ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের মা ফাতেমা আক্তার মুরাদনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, কবির হোসেন জেলার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত। নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস আগে কবির হোসেন মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। অনেক দিন যাবত মাদ্রাসায় না যাওয়ায় গত ১৪ অক্টোবর বিকেলে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য তার মা ফাতেমা আক্তার চাপ দিলে সে বাড়ী থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়।

এর পর থেকেই কবিরের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে মুরাদনগর থানায় ওই ছাত্রের মা জিডি করেন। কবির হোসেনের মা ফাতেমা আক্তার মানব কন্ঠকে বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা কবিরকে উদ্ধারের চেষ্টা করছে। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here