খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ ৪র্থ শেরপুর সদর উপজেলা পরিষদের সর্বশেষ আইন শৃঙ্খলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান মো: ছানোয়ার হোসেন ছানু।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন সভাটি সঞ্চালনা করেন। এতে উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শেরপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন উপস্থিত ছিলেন। সভাশেষে বিদায়ী উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগমকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম দীর্ঘসময়ে কাজ করতে গিয়ে যদি কোন ভূল হয়ে থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেন। একই নতুন পরিষদের নির্বাচিতদের সার্বিক সহযোগিতা করার জন্যও আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার পীকন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিঞা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হামিদুর রহমান। এছাড়াও চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান, লছমন ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, রৌহা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মিজু, ভাতশালা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিনা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগমকে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা স্বারক ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে বিদায় শুভেচ্ছা জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মামুদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রহুল আমীন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নেজামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী, চরশেরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সুরুজ, গাজীরখামার ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ মজু, বলাইয়ের চর ইউপির প্যানেল চেয়ারম্যান সারোয়ার জাহান নাসির, শেরপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।