খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে শেরপুর প্রেসক্লবের উন্নয়নের লক্ষে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ২৪ অক্টোবর বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের হাতে এ চেক হস্তান্তর করেন। এসময় জেলা পরিষরে প্যানেল চেয়ারম্যান এসএম ছাব্বির আহাম্মেদ খোকন, সদস্য ছানোয়ার হোসেন ছানু, হান্নান মোল্লা, কফিল উদ্দিন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। চেক হস্তান্তর কালে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান বলেন, প্রেসক্লাব সকল জনগনের কল্যানে কাজ করে। এখানে দলমত নির্বিশেষে সবার জন্য দোয়ার খোলা। সম্প্রতি যে কোন সংবাদ সম্মেলন প্রেসক্লাবের নেয়া সিদ্ধান্তকে তিনি স্বাগত জানিয়ে বলেন, এতে প্রেসক্লাবের সাথে মানুষের ভালো সম্পর্ক গড়ে উঠবে। তিনি আরো বলেন, প্রেসক্লাবের উন্নয়নে প্রয়োজনে জেলা পরিষদ আরো সহায়তা করবে।