শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ সংসদীয় কমিটির

0
563
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ সংসদীয় কমিটির

খবর৭১ঃ

শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বিরাজমান শ্রম আইন অনুসরণ করে কর্মরত শ্রমিকের ঝুঁকি হ্রাস ও দক্ষতা বৃদ্ধির কমিটি সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে নির্মাণ শিল্পে নিয়োগের আগেই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করা হয়। এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ শ্রম অধিদপ্তরের কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মুজিবুল হক। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, মো. ইসরাফিল আলম, মো. নজরুল ইসলাম চৌধুরী ও শামসুন নাহার বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, নির্মাণ খাত (ইমারত) এবং জাহাজ ভাঙ্গা শিল্পে নিয়োজিত কর্মক্ষেত্রে শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পদক্ষেপ সমূহ বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ শ্রম অধিদপ্তরের কাজের গতি বাড়াতে প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইকেলার্স এসোসিয়েশন এবং রিয়াল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here