খবর৭১ঃ
টেকনাফে বিজিবি জওয়ানরা নাফনদী সংলগ্ন হাজী খালে বুধবার ভোরে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি টাকা।
সূত্র জানায়, মিয়ানমার হতে বড় ধরনের ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে দমদমিয়া বিওপির বিশেষ টহলদল নিয়ে হাজী খালে অবস্থান নেয় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম।
কিছুক্ষণ পর নাফনদীর মাঝখান হতে ৪/৫জন মানুষ সাঁতার কেটে কেওড়া বাগান হয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করে। পরে তারা বড় বড় কয়েকটি ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ১৩ কোটি টাকা।