খবর৭১ঃ
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে অব্যাহতি দিয়ে তা অবহিতও করা হয়েছে।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
এরইমধ্যে ক্যাসিনোকাণ্ডে অনেকের মতো সমালোচিত হন মোল্লা মো. আবু কাওছার ও তাঁর ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। এ কারণে শোনা যাচ্ছিল সংগঠন থেকে তাঁর বাদ পড়ার কথা।
সম্প্রতি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা কালের কণ্ঠকে জানান, সংগঠনটির তৃতীয় সম্মেলনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে- এমন সৎ ও দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।
নেতাদের নানা অপকর্মে ভাবমূর্তির সংকটে পড়া সংগঠনকে সঠিক ধারায় ফিরিয়ে সত্যিকার অর্থেই ‘স্বেচ্ছাসেবক’ লীগ গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ওইসব নেতারা। এর অংশ হিসেবেই মোল্লা মো. আবু কাওছার বাদ পড়লেন বলে মনে করা হচ্ছে।