খবর৭১ঃ দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী অভিযানের নির্দেশনা দিয়েছেন। এছাড়া তিনি দুর্নীতিপরায়ণ ও অবৈধ কাজে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় একটি কারখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বরাষ্টমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলেন।
তারই চলমান প্রক্রিয়ায় যারা দেশে অবৈধ ভাবে টাকা-পয়সার মালিক হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি বিরোধী অভিযান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান। সুশাসন প্রতিষ্ঠা করতে যারা দেশে টেন্ডারবাজি, সন্ত্রাস ও ক্যাসিনো ব্যবসা করছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।