ক্যাসিনো বিরোধী অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেফতার

0
491
ক্যাসিনো বিরোধী অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেফতার

খবর৭১ঃ চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা উত্তরের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। শনিবার সন্ধ্যার পর থেকেই ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে বসুন্ধরার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। পরে সেখান থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বেশ কয়েকদিন ধরেই আত্মগোপনে ছিলেন মোহাম্মদপুরের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রাজীবের এক বন্ধুর বাসায় তার অবস্থানের খবর নিশ্চিত হয়েই ওই বাসায় অভিযান চালায় র‍্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, বিদেশি মদ ও পাসপোর্ট জব্দ করা হয়।

র‍্যাব জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র‍্যাব। অভিযান অব্যাহত রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

রাতেই সেখান থেকে তাকে নিয়ে তার মোহাম্মদপুরের বাসায় যায় র‍্যাব। রাজীবের মোহাম্মদপুরের বাসা ও কার্যালয়সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায় র‍্যাব। মোহাম্মদপুরে অভিযানে ৫ কোটি টাকার একটি চেকও উদ্ধার করা হয়। পাশাপাশি তার অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় আলামত ধ্বংস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে অসহযোগিতার দায়ে রাজীবের পিও সাদেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার (২০ অক্টোবর) ভোর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের পর গা ঢাকা দেন রাজীব। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নামে বেনামে রাজধানীতে তার বেশ কয়েকটি ফ্লাট ও গাড়ি রয়েছে। জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে রাজীবের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here