জঙ্গিবাদ নির্মূলে কাজ চললেও ঝুঁকি রয়ে গেছে: মনিরুল

0
414
জঙ্গিবাদ নির্মূলে কাজ চললেও ঝুঁকি রয়ে গেছে: মনিরুল

খবর৭১ঃ জঙ্গিবাদ নির্মূলে কাজ চললেও ঝুঁকি এখনও রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।

শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন তিনি। ইউএসএআইডির সহায়তায় ‘ঢাকা পিস টক’ নামের একটি কর্মসূচির বিস্তারিত জানাতে সেন্টার ফর সোশ্যাল অ্যাডভোকেসি এন্ড রিসার্চ ফাউন্ডেশন (সিসার্ফ) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজেন বেকারিতে হামলার পর থেকে জঙ্গিবাদ নির্মূলে অনেকেই বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। এতে সন্ত্রাসী কর্মকাণ্ড কমে গেলে অনেকেই মনে করছেন, এই বিপদ কেটে গেছে। কিন্তু বাস্তবে এই বিপদ এখনো কেটে যায়নি।

মানুষের প্রতি দায়িত্ববোধহীন তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করে তিনি বলেন, জঙ্গিবাদে জড়িয়ে পড়া এটা ১৫ থেকে ৩০ বছরের (বয়সসীমার) মধ্যে বেশি।

মনিরুল বলেন, জঙ্গিবাদ নির্মূলে আগে বিচ্ছিন্নভাবে কাজ হয়েছে। এ ধরণের কাজ দীর্ঘদিন ধরে করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here