বরিশালে ট্রাকের সঙ্গে টেম্পুর সংঘর্ষঃ মা-ছেলে নিহত

0
504
বরিশালে ট্রাকের সঙ্গে টেম্পুর সংঘর্ষে মা-ছেলে নিহত
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

বরিশাল নগরীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টেম্পুযাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।  শনিবার দুপুরে নগরীর সাগরদী সেতু সংলগ্ন কুয়েত প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মা দেলোয়ারা বেগম (৬০) ও ছেলে শিপন (৩৫)। তাদের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলার শ্রীরামকাঠী গ্রামে।  বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় আহত আনিস (৪২), স্বপন (৫০), শিপন (৪৫) ও মোর্শেদা বেগমকে (৩০) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী টেম্পুটি নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা অ্যাংকর সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের সঙ্গে টেম্পুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দেলোয়ার বেগম ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে শিপনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here