সৈয়দপুরে রাজমিস্ত্রীর মেয়ে জাকিয়া মেডিকেলে ভর্তির সুযোগ পেল

0
593
সৈয়দপুরে রাজমিস্ত্রীর মেয়ে জাকিয়া মেডিকেলে ভর্তির সুযোগ পেল

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ নীলফামারীর সৈয়দপুরে নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রী) মেয়ে অদম্য মেধাবী জাকিয়া সুলতানা এবারে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। সে মেধা তালিকায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়।

জাকিয়া সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া এলাকার নির্মাণ শ্রমিক মো. জাকারিয়া ও শহিদা বেগমের মেয়ে। ওই দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় সে। পেশায় রাজমিস্ত্রি জাকারিয়ার যৎসামান্য আয়ের ৬ সদস্যের পরিবার ঠিকভাবে চলে না। সেখানে চার ছেলেমেয়ের লেখাপড়া চিন্তাই করা যায় না। তারপরও ওই দম্পতি ছেলে মেয়েদের লেখাপড়া বিষয়ে আন্তরিক। তাদের সংসারে অভাবের মধ্যেও সন্তানদের লেখাপড়া করাচ্ছেন তারা। জাকিয়া সুলতানা’র বড় বোন জয়নব আরা স্মৃতি পড়েন ঢাকা নার্সিং কলেজে। আর ভাইবোনের মধ্যে দ্বিতীয় জাকিয়া সুলতানা সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয় এবারে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

এর আগে সে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়। এরপর গত ১১ অক্টোবর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তলিকায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। তাঁর ছোট বোন জিহাদ নাহার ঋতু সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছে। আর চার বছর বয়সী ছোট ভাই আব্দুল্লাহ প্রামানিক স্মরণ বাড়িতেই বই নিয়ে অক্ষর চিনছে। জাকিয়া সুলতানা তাঁর এ সফলতার জন্য বাবা-মাসহ প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছে। সেই সঙ্গে সে কৃতজ্ঞতা প্রকাশ করেন সৈয়দপুর শহরের মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বিট’স্ এর পরিচালক প্রভাষক মো. আব্দুল হাফিজ হাপ্পু প্রতিও। জাকিয়া জানায়, হাপ্পু স্যার অন্যদের মত তাঁকেও পড়াশোনার বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন।ভাল ফলাফলে সার্বিক নজরদারি কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা মেডিক্যাল কলেজের ভর্তি ফলাফল প্রকাশের পর নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) জাকারিয়ার মেয়ে জাকিয়া সুলতানার মেডিকেলে ভর্তি সুযোগ পেয়েছে এ খবর ছড়িয়ে পড়লে অনেকেই জাকিয়াদের বাড়িতে তাকে দেখতে ছুঁটে আসেন। এ সময় তারা তাঁর ভবিষ্যতে আরো সফলতা কামনা করেন। সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ মো. গোলাম আহমেদ ফারুক বলেন, জাকিয়া সুলতানা অনেক মেধাবী শিক্ষার্থী। তাঁর লেখাপড়ায় আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে যথাসাধ্য সহযোগিতা দিয়েছি। আগামীতে সে সমাজের বিত্তশালীদের কাছ থেকে আর্থিক সহায়তা পেলে আরো ভাল করবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here