মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপন

0
604
মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপন

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কয়েক শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।

দুর্বার ওয়েলফেয়ার স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে শনিবার সকালে এই বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনটির আহ্বায়ক মানিক মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার।

এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন দুর্বার স্টুডেন্ট ওয়েলফেয়ারের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, সদস্য মাহমুদ হাসান বাবু, রাসেল মিয়া, শরীফ ভূঁইয়া, মামুন বিন আরাফাত, রিয়াজ আহমেদ সুজন, প্রান্ত বাবু, আবু বক্কর, ইয়াসিন প্রমুখ।

এ সময় কৈজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারপাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী মোসলেম উদ্দিন ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচ কিত্তা উচ্চ বিদ্যালয়ে প্রায় কয়েক শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here