মোঃরাসেল মিয়া ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে প্রান্তিক কৃষির উন্নয়ন ও কৃষিকাজে উন্নত প্রযুক্তি সংযোজন এবং কৃষি জমি সুরক্ষার লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।
ইউপি সদস্য আতিকুর রহমান চয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ম.রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল। মুরাদনগর থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাকিরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে আরো উপ¯ি’ত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ (তমাল), জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, মুরাদনগর থানা কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান ফিরোজ খান, কামারচর উ”চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মনির খান, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সবুজ, যুবলীগ নেতা হাসান, আবু সায়েম, এসএম কবির লিটন, আক্তার হোসেন, রুহুল আমিন, সানু মিয়া, আলমগীর হোসেন প্রমুখ।