খবর৭১ঃ
রাজধানীর পল্টনে এক ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাই হয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় জনতা ধাওয়া করে সোহাগ মাঝি নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানায়, কামাল নামে এক ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের ৯৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। রাত ৮ টার দিকে নীল রঙের হাইএস মডেলের মাইক্রোবাস কামালসহ ২/৩ জনের সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে ৪/৫ জন নেমে কামালকে ডিবি পুলিশের পরিচয় দেয়। তারা কামালসহ অন্যদের হাতে থাকা টাকার ব্যাগ টান দেয়। এসময় চিৎকার করলে আশেপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করে। তখন ছিনতাইকারীরা মাইক্রোবাস ফেলে রেখে পালাতে থাকে। জনতা একজনকে ধাওয়া করে আটক করে গণপিটুনি দেয়।
পরে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে একটি রাস্তার পাশে একটি টাকার ব্যাগ উদ্ধার করে। ওই ব্যাগে ২৫ লাখ ৮৯ হাজার টাকা ছিল। এছাড়া মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মাইক্রোবাসে ডিবির কয়েক সেট পোশাক ও সিগন্যাল লাইট রয়েছে।