শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট ভিসির বৈঠক শুক্রবার

0
501
শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট ভিসির বৈঠক শুক্রবার

খবর৭১ঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে ক্যাম্পাসে প্রকাশ্যে দেখা যায়নি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

পরে মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে তিনি স-শরীরে এসে এ বিষয়ে জবাবদিহি না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, গত শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জেরই ধরে রবিবার রাতে শেরে-বাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে তাকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here