খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ ‘সবার আগে দৃষ্টি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বিশ্ব দৃষ্টি দিবস-২০১৯ উপলক্ষে শেরপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন অফিস ও শেরপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে শহরের মাধবপুরস্থ ডায়াবেটিক হাসপাতাল চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, প্রেসকাব সভাপতি শরিফুর রহমান, দেবাশীষ দাস মিলন, দৃষ্টি প্রতিবন্ধী নয়ন মিয়া ও ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু। সভায় জানানো হয়, আধুনিক চু চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের চক্ষু সেবা দিতে শেরপুর ডায়াবেটিক হাসপাতালের সাথে ৩ বছরের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস ইন্টারন্যাশনাল’। এর মাধ্যমে শেরপুরের দৃষ্টি প্রতিবন্ধীসহ চোখের যেকোন সেবা পাবেন শেরপুরবাসী। পরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সেইসাথে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রেসকাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পালসহ ডায়াবেটিক সমিতির অন্যান্য কর্মকর্তা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।