খবর৭১ঃ
মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী)ঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করার দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর উপজেলা ও পৌর ছাত্রদল যৌথভাবে দলের নেতাকর্মীদের নিয়ে ওই কর্মসূচি পালন করে। স্থানীয় রেলওয়ে মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. কবির চৌধুরী।
সভায় ছাত্রলীগের ঘৃণিত কর্মকান্ডের তীব্র নিন্দা ও আবরার হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য বলেন সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামসুল আলম, বিএনপি নেতা মো. আব্দুল খালেক, শেখ বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আরমান আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিত চৌধুরী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ খান রুবেল প্রমুখ। এর আগে বুধবার রাতে একই ইস্যুতে জেলা ছাত্রদল সৈয়দপুর শহরে বিক্ষোভ মিছিল করে।