খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালিটি সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সিভিল সার্জন এএইচ এম আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম,আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ শাহাজন নেওয়াজ , মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তোজাম্মেল হক, চক্ষু কনসালটেন্ট ডাঃ স্বপন কুমার ব্যানার্জী, গ্রামীণ চক্ষু হাসাপাতালের ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসেন, গ্রামীণ চক্ষু হাসপাতালের চক্ষু কনসালট্যান্ট ডাঃ হুমায়ুন কবির , প্রেস কাবের সভাপতি মুনসুর আলী প্রমূখ। এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারি সহ গ্রামীণ চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারি গণ উপস্থিত ছিলেন ।