ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগের ২গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

0
494
ঠাকুরগাঁওয়ে অাওয়ামীলীগের ২গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে নিয়ম বহির্ভূতভাবে সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দলের বর্ধিত সভায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার সময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এমতাবস্থায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার আশপাশের বাজারগুলোতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম এ আদেশ জারি করেন। তিনি মুঠোফোনে বলেন, উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের সময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়। আবার মঙ্গলবার ফাঁকা পদগুলোতে নিয়ম বহির্ভূতভাবে ১৭ জন অন্তর্ভুক্ত করা হয়। কমিটিতে নতুন করে যাদের অন্তর্ভুক্ত করা হয় তারা হলেন সহ-সভাপতি পদে সাহাবুদ্দিন ও অ্যাড. মাহাবুব, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক জামিন এবং সদস্য রয়েল, জহুরুল, জাহাঙ্গীর, সুলতান, ইসাহাক, পাভেল, মুনসেফ, মানিক, বক্কর, জাহাঙ্গীর, জামাল, শিখা রহমান ও রেজাউল। উপজেলা আওয়ামী লীগের কয়েকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here