তিন মাসে রেমিট্যান্স ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার

0
916
তিন মাসে রেমিট্যান্স ৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার

খবর৭১ঃ

চলতি ২০১৯-২০ অর্থ বছরের প্রথম তিন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ ৪ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার। আজ রবিবার সরকারি তথ্যবিবরণীতে এতথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০১৯-২০২০ অর্থ বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে প্রেরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্রমতে, গত অর্থ বছরে (২০১৮-১৯) মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে প্রবাস আয় অর্থাৎ রেমিট্যান্সের গুরুত্ব অপরিসীম। যা বাংলাদেশের রিজার্ভ মুদ্রার প্রায় অর্ধেক।

উল্লেখ্য, প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় এবং দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ঈদ, পূজা এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে অধিক পরিমাণে রেমিট্যান্স প্রেরণ করে থাকেন। তবে অন্যান্য বছরে ঈদের পরে রেমিট্যান্স প্রবাহে ভাটার টান থাকলেও এবার ঈদের পরেও রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here