খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পোষা সাপের কামড়ে এক সাপুরের মৃত্যু হয়েছে। নিহত সাপুরের নাম ঘেরঘেরু (৪০)। সে উপজেলার সিংগারোল গ্রামের তাকাসু রামের ছেলে। নিহত ঘেরঘেরু পরিবার ও স্থানীয়রা জানায়, সাপুরে ঘেরঘেরু বিভিন্ন স্থানে সাপখেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতো। শুক্রবার সে সাপখেলা দেখানোর আগে তার নিজ বাড়িতে ১০টি পোষা সাপকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে একটি সাপকে বক্স থেকে বের করা সময় সাপুরে ঘেরঘেরু হাতে কামড় দেয়।
এতে ঘেরঘেরু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক পরিবারে সদস্যরা ওঝা ও কবিরাজ বাড়িতে ডেকে এনে ঝারফুক দিয়ে তাকে বাচানোর চেষ্টা করে। ওঝা ও কবিরাজের শত চেষ্টার পরেও সে মৃত্যুর কোলে ঢলে পরে। হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দীকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ঘেরঘেরু সাপখেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতো। তবে ঘেরঘেরু বংশগত ভাবে বেদে বা সাপুরে ছিল। সকালে তার একটি সাপের দংশনে সে মারা যায়।