ঠাকুরগাঁওয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন

0
580
ঠাকুরগাঁওয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সদর উপজেলার সারালি, লস্করা ও কিসমত শুখানপুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব-নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও এলজিইডির তত্ববাবধানে সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ৬৫ লাখ ৮১ হাজার ৭৮১ টাকা ব্যয়ে সারালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনের নির্মানকাজ সম্পন্ন হয়। গড়েয়া ইউনিয়নে ৬৫ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে লস্করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একতলা ভবনের নির্মানকাজ সম্পন্ন হয়। অপরদিকে বালিয়া ইউনিয়নে ৭০ লাখ ৩৪ হাজার ৫৩৮ টাকা ব্যয়ে কিসমত শুখানপুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইতলা ভবনের নির্মানকাজ সম্পন্ন হয়।

কিসমত শুখানপুকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, প্রত্যেকটি বিদ্যালয়ে সরকার নতুন ভবন দিচ্ছে। যাতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা ভালোভাবে পাঠদান করতে পারে। এছাড়াও সামনের মাস থেকে বিদ্যালয়গুলোতে খাবারের ব্যবস্থা করছে সরকার। সকল শিশু যাতে শিক্ষাগ্রহন করতে পারে সেদিকে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর-ই-আলম ছিদ্দিক মুক্তির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াফু তপু সহ বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here