মুরাদনগরে ইউপি সদস্যের ভাই আবারো ইয়াবাসহ আটক

0
677
মুরাদনগরে ইউপি সদস্যের ভাই আবারো ইয়াবাসহ আটক

মোঃ রাসেল মিয়া, মুরাদন(গর কুমি)ল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে দেড় মাসের ব্যবধানে আবারো ইয়াবাসহ পুলিশের হাতে আটক হলেন সদর ইউয়িনের ইউপি সদস্যের ছোট ভাই আলমগীর হোসেন (৩০)।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের ডুমুরিয়া এলাকা থেকে ৫০পিস ইয়াবাসহ তাকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ডুমুরিয়া গ্রামের জায়েদ আলী প্রধানের ছেলে ও সদর ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম ভোলার ছোট ভাই।

জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসা আলমগীর হোসেন গত ১৬ই আগস্ট ইয়াবাসহ মুরাদনগর থানা পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আবারো মাদক বিক্রি শুরু করেছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানার এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ডুমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম ভোলা মেম্বারের বাড়ীর সামনে থেকে ৫০ পিছ ইয়াবাসহ তাকে আটক করে।
এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, আটককৃতের বিরুদ্ধে আরেকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here