ক্যাসিনো ব্যবসায়ী সেলিমের তথ্যে গুলশানে অভিযান চালাচ্ছে র‌্যাব

0
631
ক্যাসিনো ব্যবসায়ী সেলিমের তথ্যে গুলশানে অভিযান চালাচ্ছে র‌্যাব

খবর৭১ঃ অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান এর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‍্যাব-১। সোমবার রাত ১০ টার দিকে গুলশান-২ এর ৯৯ নম্বর রোডের ‘প্রধান হাউজ’ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান করা শুরু হয়েছে।

এর আগে, সোমবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের ব্যাংককগামী একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করা হয়। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।

বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here