তেল বাজার নিয়ে সৌদি যুবরাজের হুঁশিয়ারি

0
489
তেল বাজার নিয়ে সৌদি যুবরাজের হুঁশিয়ারি

খবর৭১ঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে নিবৃত্ত করতে বিশ্ববাসী যদি কিছু না করে তাহলে জ্বালানি তেলের দাম কল্পনাতীত রকমের বেড়ে যেতে পারে। খবর বিবিসির।

মার্কিন সংবাদসংস্থা সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে সালমান বলেন, ইরান আর সৌদি আরবের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে বিশ্ব অর্থনীতিকে তা ধ্বংস করে দেবে।

ইরানকে ঠেকাতে বিশ্ববাসী যদি কঠোর ব্যবস্থা না নেয় তাহলে তাহলে সংঘর্ষময় পরিস্থিতি আরও তীব্র হবে যা বিশ্বের স্বার্থে জন্য ঝুঁকি হবে। এতে তেল সরবরাহ ব্যাহত হবে। যার ফলে তেলের দাম কল্পনাতীত রকম বেড়ে যেতে পারে।যা হয়ত আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি, বলেন যুবরাজ।

যুবরাজ জানান, বিশ্বের তেলের চাহিদার ৩০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। বিশ্বের জিডিপির ৪ শতাংশের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চিন্তা করুন এই বিষয়গুলো যদি হঠাৎ বাধাগ্রস্ত হয় তাহলে শুধু সৌদি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তা নয়, পুরো বিশ্বের অর্থনীতি ধ্বংস হবে।

দুই সপ্তাহ আগে সৌদি আরবে দুটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার পর সৌদি আরব ও ইরানের মধ্যে সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হয়েছে।

ওই হামলায় সেদিন ১৮টি ড্রোন আর ৭টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। এতে করে সৌদি আরবের তেল উৎপাদন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর এর দায়ভার স্বীকার করে। কিন্তুসৌদি আরব এই হামলার জন্য তার আদি শত্রু ইরানকে দায়ী করে আসছে।

যুক্তরাষ্ট্রও দাবি করেছে যে ওই হামলার পেছনে ইরানই দায়ী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here