ঠাকুরগাঁওয়ে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত

0
617
ঠাকুরগাঁওয়ে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁওয়ে জাতীয় কন্যা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে।

“কন্যা শিশুর অগ্রযাত্রা ,দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে ১০ টায় শোভাযাত্রাটি চৌরাস্তা মোড় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে (বিডি) এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বানু হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডঃ কেএম কামরুজ্জামান সেলিম ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‌অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহা: জবেদ আলী, পুলিশ পরিদর্শক তানভীর , জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবি আগারওয়াল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, মনোয়ারা চৌধুরী, বেসরকারি সংস্থার পরিচালক মোঃ নবেল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি
শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশুরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here