খবর৭১ঃ দেশের যেসব বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সমস্যা আছে, সেগুলো শিগগিরই নিরসন করতে পারবেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কোনো সেশন জট নেই। বিশ্ববিদ্যালয়গুলো এখন সঠিকভাবে চলছে।
কোথাও কোথাও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নানা ইস্যুতে ছোটখাটো আন্দোলন আছে, কিছু দাবি-দাওয়া আছে। যখনই যেখানে যে সমস্যা আছে, আমরা তখনই দ্রুততার সঙ্গে সেগুলো মোকাবেলা করছি, আলাপ আলোচনা করছি, সমস্যা সমাধানের চেষ্টা করছি। এখন যেখানে যেখানে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোও খুব শিগগিরই আমরা নিরসন করতে পারবো।
’
শিক্ষায় কোচিং বাণিজ্য নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘কোচিং বাণিজ্য এমন একটি বিষয়, এটি সুইচ টিপে চালু আর সুইচ টিপে বন্ধ করা যায় না। এটি বন্ধের ক্ষেত্রে সরকারের যেমন সদিচ্ছা আছে, তেমনি আমাদের সকলের সদিচ্ছা থাকতে হবে। শিক্ষকদের, অভিভাবকদের সদিচ্ছা থাকতে হবে, প্রশাসনের সদিচ্ছা থাকতে হবে। ’মন্ত্রী বলেন, ‘কোচিং পুরোটি বন্ধ করে দেওয়ার বিষয় নয়।
অনেক শিক্ষার্থী আছে যাদের দুর্বলতা আছে কোথাও, তাদের কোচিং প্রয়োজন আছে। সারাবিশ্বেই কোচিং হয়। কিন্তু যেখানে কোনো শিক্ষক নিজ শিক্ষালয়ে শিক্ষাদান না করে তার নিজের স্কুলের শিক্ষার্থীদেরকে বাধ্য করেন তার কাছে অর্থের বিনিময়ে পড়তে, সেই বাণিজ্য অংশটুকু, অন্যায়ভাবে চাপিয়ে দেওয়ার অংশটুকু বন্ধ করতে হলে সবার অংশগ্রহণ প্রয়োজন। এ নিয়ে আদালতে একটি মামলা ছিল, সেটির রায়ও আমরা পেয়েছি। ’
সিলেটে শিক্ষক সংকটের বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ সময় তাঁর সাথে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।