সৈয়দপুরে শ্রবণ প্রতিবন্ধীদের মানববন্ধন

0
547
সৈয়দপুরে শ্রবণ প্রতিবন্ধীদের মানববন্ধন

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে শ্রবণ প্রতিবন্ধী নারী ও শিশুসহ সকল নারী শিশুর ওপর নির্যাতন, ধর্ষণ প্রতিরোধ ও সুবিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।শনিবার সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রবণ প্রতিবন্ধী সপ্তাহ -২০১৯ উপলক্ষে সৈয়দপুরে শ্রবণ প্রতিবন্ধীদের সংগঠন অ্যাডভোকেটস্ গ্রুপ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শার্প, সিডিডি ও ডিসিডাব্লিউর সহযোগিতায় আয়োজিত মানববন্ধন দুপুর ১২ টায় শুরু হয়ে চলে ঘন্টাব্যাপী। এতে সৈয়দপুর উপজেলা ও পৌর এলাকার শতাধিক শ্রবণ প্রতিবন্ধী বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেয়।

এ সময় তারা তাদের দাবির সমর্থনে বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড বহন করে। মানববন্ধন চলাকালে সেখানে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সৈয়দপুর শ্রবণ প্রতিবন্ধীদের সংগঠন অ্যাডভোকেটস্ গ্রুপ’র সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, নির্যাতিত নারীর অভিভাবক মো. আজিজার রহমান, নির্যাতিত নারীর স্বামী আদেশ ঋষী, প্রতিবন্ধী নারী মমতা বেগম, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী ছানা ও বেসরকারি সংস্থা শার্প বাস্তবায়িত ইমপ্রুভড্ এডুকেশন আউট কামস্ ফর ডেফ চিলড্রেন ইন বাংলাদেশ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম প্রমূখ। আলোচনা সভার বক্তাদের বক্তব্য ইশারা ভাষায় বর্ণনা করেন শার্প শ্রবণ প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষিকা মোছা. রুমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here