ঢাবি ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0
488
ঢাবি ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল রবিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরের মোট ৮৬টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সামাজিক বিজ্ঞান ভবনের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী প্রমুখ।

পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আমাদের এই ইউনিটে আসন সীমিত। কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাই এটি খুবই প্রতিযোগিতামূলক হবে।

আমরা ইতোমধ্যে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম প্রশ্নপত্রের গুণগত মান সম্বন্ধে। সামগ্রিকভাবে একটি সুষ্ঠু-সুন্দর পরিবেশ প্রতিটি হলেই দেখলাম।
উল্লেখ্য, এ বছর ‘ঘ’ ইউনিটে ১৫৬০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৭,৫০৫ জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here