খবর৭১ঃ
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়। তাই রাত ৯টার দিকে দু’দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনাল ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হানা দেয়। টস হওয়ার মিনিট দশেক আগে থামলে আশা জাগছিল। তবে সন্ধ্যা ছয়টায় টসের জন্য নির্ধারিত সময়ে ফের বৃষ্টি নামে। তাই খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃষ্টি থামার আশায় কয়েক দফায় খেলা শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। তবে শেষ পর্যন্ত বৃষ্টির পেটেই চলে যায় ফাইনাল ম্যাচের ভাগ্য।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হেরেছিল বাংলাদেশ। এরপর ত্রিদেশীয় সিরিজেও সফরকারীদের সঙ্গে হারে হতাশা বাড়ে। তবে গ্রুপপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি এবং আফগানদের বিপক্ষে শেষ ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত বেরসিক বৃষ্টির কারণে আইসিসির একটি বহুজাতিক ট্রফি এককভাবে জয়ের আশা থেকে বঞ্চিতই হতে হলো সাকিব বাহিনীকে