কাশ্মীরি জনগণের কষ্ট আমাদের ব্যথিত করছে: এরদোগান

0
479
কাশ্মীরি জনগণের কষ্ট আমাদের ব্যথিত করছে: এরদোগান

খবর৭১ঃ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, কাশ্মীরি জনগণের কষ্ট আমাদের ব্যথিত করেছে। যুক্তরাষ্ট্রে তুর্কি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রোববার তিনি এ কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ থাকাটা বোবা শয়তানের কাজ। যদি বিশ্বের সবাইও চুপ থাকে, তবুও আমরা কথা বলব। তুরস্ক সব জালেমের মোকাবেলায় মাজলুমের পক্ষে রয়েছে।

এসময় রাসূলের (সা.) একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাশ্মীরি জনগণের দুঃখ-কষ্টের আমরাও অংশীদার। তাদের ব্যথা আমাদের ব্যথিত করে।

এরদোগান বলেন, গোটা ইউরোপ যখন শরণার্থীদের জন্য নিজেদের দরজা বন্ধ করে দিয়েছিল, তখন আমরা সিরিয়ানদের জন্য শুধু দেশের দরজাই নয়, হৃদয়ের দরজাও খুলে দিয়েছি।

জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে শনিবারই নিউইয়র্কে পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এরমধ্যে রোববার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

এরদোগান জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর সাধারণ সভার প্রথম দিনে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বিষয়ে কথা বলবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here