সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসি সমিতির যাত্রা শুরু

0
872
সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসি সমিতির যাত্রা শুরু
ছবিঃ তিশা সেন, সংযুক্ত আরব আমিরাত।

খবর৭১ঃ

তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার প্রবাসিদের সংগঠন কমলগঞ্জ প্রবাসি সমিতির কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লুৎফুর রহমান চৌধুরী। জাহাঙ্গীর আলম ও আলী নূরের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মতিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজরুল ইসলাম তালুকদার লিটন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আব্দুল মালিক, মুহিত চৌধুরী, শায়েস্তা চৌধুরী, শাহিন আল রাজি, দরবেশ আলী, ইছমত আলী, মুহিনুল ইসলাম মুহিন, ছালেহ আহমদ, আবুল কালাম, সাংবাদিক লুৎফুর রহমান, সোয়েব আহমদ, কাওসার আহমদ, রুজেল তরফদার, রুহেল আহমদ, মশহুদ আলী, আনোয়ার হোসেন, শাহজাজান সজীব, দেলওয়ার হোসেন লোকমান, সেলিম আহমদ মুসলিম সহ আরো অনেকে। অনুষ্ঠানে লুৎফুর রহমান চৌধুরীকে প্রধান উপদেষ্টা, শেখ জহির উদ্দিনকে উপদেষ্টা, মশহুদ মিয়াকে উপদেষ্টা, মুহিদ চৌধুরীকে সভাপতি, শাহিন আল রাজিকে সিনিয়র সহ সভাপতি, দরবেশ আলীকে সহ সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক, আলী নূরকে সিনিয়র যুগ্ম সম্পাদক, রুজেল তরফদারকে সাংগঠনিক সম্পাদক ও মকবুল হোসেনকে সহ সাংগঠনিক সম্পাদক ও সেলিম আহমদ মুসলিকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট ৬ মাস মেয়াদি কমিটি গঠন করা হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিবশেন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নজরুল ইসলাম। উল্লেখ্য, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রবাসিদের কোন সংগঠন ছিলো না আরব আমিরাতে। এই প্রথমবারের মতো যাত্রা করা এই সংগঠনের মাধ্যমে প্রবাসি ও দেশের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকার ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here