অভিযান চলছে চট্টগ্রামের তিন ক্লাবে

0
642
অভিযান চলছে চট্টগ্রামের তিন ক্লাবে
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ

ঢাকায় জুয়াবিরোধী অভিযানের পর এবার চট্টগ্রাম নগরীতে তিনটি ক্লাবে অভিযান পরিচালনা করছে র‍্যাব। নগরীর সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এবং হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাবে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লিডার শাফায়াত জামিল ফাহিম।

আজ শনিবার সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে অভিযান চালানো হয়। অভিযান পরচালনা কর্মকর্তা র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন বলেন, আমরা কিছু আলামত পেয়েছি। এই আলামত দেখে বোঝা যায়, এখানে জুয়া খেল হতো বা এখনও হয়। যাচাই-বাছাই চলছে। তিনি আরও বলেন, এরপর আমরা বাকি দুটি ক্লাবেও অভিযান চালাবো। ওই ক্লাবগুলো ইতিমধ্যে র‍্যাব ঘিরে রেখেছে।

এর আগে শুক্রবার রাতে নগরীর আলমাস মোড়ে ‘হ্যাং আউট’ নামের একটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্লাব মালিকের ছেলে খলিকুজ্জামান ও কর্মচারী রবিউল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here