বঙ্গবন্ধু পদক প্রাপ্ত মোকছেদের পরিবারকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

0
1097
বঙ্গবন্ধু পদক প্রাপ্ত মোকছেদের পরিবারকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে স্বাক্ষরতা কর্মসূচির জন্য বঙ্গবন্ধু পদক প্রাপ্ত সালন্দর ইউনিয়নের কৃষ্টপুরের মোকছেদ আলি’র পরিবারকে সম্মানসূচক আর্থিক সহায়তা প্রদান করেছে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে সালন্দর কৃষ্টপুরে মৃত মোকছেদ আলি’র বাড়িতে তার স্ত্রী জাহেদা (৫০) এর হাতে সম্মানসূচক আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সালন্দর ইউপি’র চেয়ারম্যান মাহবুবুল আলম মুকুল।

মোকছেদ আলির স্ত্রীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here